কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়া’র কাহালুতে ট্রাকের ধাক্কায় আব্দুস ছাত্তার (৬৫) নামের এক অটোভ্যান চালক ঘটনাস্থলে নিহত এবং ভানের যাত্রী মানিক (৩৫) নমে একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে বগুড়া’র রানিরহাট- দুর্গাপুর সড়কের কাহালু উপজেলার মুরাইল ইউনিয়নের ডোমরগ্রামের পাশে বোলধর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক আব্দুস ছাত্তার উপজেলার মালঞ্চা ইউনিয়নের ঢাকন্তা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং আহত মানিক একই গ্রামের খলিলের ছেলে।
জানা গেছে, মাছ চাষী মানিক আব্দুস ছাত্তারের ভ্যানে করে মাছ নিয়ে বিক্রির উদ্দেশ্যে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার সাবরুল বাজারে মাছের আড়তে যাবার পথে বিপরীত মুখ থেকে আসা দুর্গাপুরগামী একটি চলন্ত ট্রাকের সাথে ধাক্কা লাগলে ভ্যান চালক আব্দুস ছাত্তার ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ভ্যানের যাত্রী মানিক গুরুতর আহত হন। আহত মানিককে কাহালু উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাহালু থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply