ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ‘ক’ সার্কেলের এক অভিযানে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন বগুড়া সদর থানার সেউজগাড়ি পালপাড়া এলাকার মাদক ব্যবসায়ী আলম আকন্দের স্ত্রী তাসলিমা বেগম (৩৮) ও তার পুত্র নয়ন আকন্দ আশিক (২৫)। অপর মাদক ব্যবসায়ী আলম আকন্দ পলাতক রয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সেউজগাড়ি পালপাড়াস্ত আসামীদের শয়ন কক্ষে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply