বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন উপজেলার মহাস্থানগড় এলাকার একটি গাছের ডালে ঐ ব্যক্তির মরদেহ ঝুলে থাকতে দেখে গ্রাম পুলিশকে খবর দেন। পরে সকাল ১০টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির মরদেহ কড়ই গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার পরনে ছিল পাজামা ও পাঞ্জাবি। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Leave a Reply