ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ‘ক’ সার্কেলের অভিযানে মোছা. হেনা (৪১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত হেনা আক্তার বগুড়া সদর থানার চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকার সেলিম সরদার এর স্ত্রী। তার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত হেরোইন ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল।
মঙ্গলবার দুপুরে হেনা আক্তারকে তার নিজ বাড়ি থেকে ২ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর ৮(ক) ও ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply