ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বগুড়া শহর শাখার উদ্যোগে এসব কর্মসূচী পালিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের শহর শাখার সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন।
এ সময় শিক্ষক নেতৃবৃন্দ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য দূরীকরণ, নন এমপিও প্রতিষ্ঠানসমূহ কে এমপিওভুক্তকরণ ও এবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক শিক্ষার সমমর্যদা দেয়ার দাবী জানান।
আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহাস্থান মাহি সাওয়ার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ, শহর শাখার সভাপতি অধ্যাপক আব্দুল ওহাব, সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, মাদ্রাসা শিক্ষক পরিষদের সেক্রেটারি ড. আবু সালেহ মামুন, মাধ্যমিক শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম, ইবতেদায়ী শিক্ষক পরিষদের বগুড়া শহর শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, আল মামুন, আব্দুল হালিম, রুহুল আমিন, মাওলানা মাসুদুর রহমান, রবিউল ইসলাম সাজু অধ্যাপক মাওলানা আমানুর ইসলাম মামুনুর রশিদ প্রমুখ।
Leave a Reply