ওয়াহেদ ফকির, বগুড়া: ডিমের মূল্য বৃদ্ধি রোধে বগুড়ায় ভোক্তা অধিকারের মনিটরিংয়ে মেসার্স রাতুল পোল্ট্রি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বগুড়া জেলার বিভিন্ন ব্যবসায়ীদের দেয়া তথ্যের ভিত্তিতে ৯ অক্টোবর শিবগঞ্জ উপজেলার রহবলে পোল্ট্রি খামারে মনিটরিংয়ে যান ভোক্তা অধিকারের কর্মকর্তারা। এ সময় তারা দেখতে পান খামারির পক্ষ থেকে ডিমের ক্রেতাকে ডিম বিক্রয়ের কোনো রশিদই প্রদান কো হচ্ছেনা।
এমনকি তার কাছে কোনো রশিদ বইও নেই। এভাবে ডিম বিক্রয়ের মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করায় ভোক্তা অধিকার আইনে মেসার্স রাতুল পোল্ট্রি ফার্ম এর মালিক ফরহাদ হোসেন (পলাশ) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply