ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামে ডাঙ্গার বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা, গেছে ১০ই অক্টোবর দুপুর সাড়ে ১২টায় বাক প্রতিবন্ধী মামুনের কন্যা নেশা ( ১০) ও আব্দুল্লাহেল কাফী পল্টুর কন্যা প্রত্যাশা (১১) বাড়ির পাশে ডাঙ্গার বিলে গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় পথচারীরা বাচ্চা দুটির ভাসমান লাশ দেখতে পেয়ে লাশ দুটি উদ্ধার করে। ২টি শিশু একই সাথে মৃত্যু বরণ করা এলাকায় শোকের ছাড়া পড়ে যায়। শিশু দুটির লাশ এক নজর দেখার জন্য হাজার হাজার লোকের সমাগম হ তাদের বাড়িতে আসছে এবং পরিবারের লোকজনদের সান্তনা দিতে গিয়ে আবেগে অনেকেই কান্নায় চোখে পানি ঝড়ছে।
Leave a Reply