বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের বিসিক মোড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাকিল রহমান(২৮) ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আহত শাকিল নবাববাড়ি রোড এলাকার মতিউর রহমানের পুত্র।
শুক্রবার রাত সাড়ে দশটার দিকে দুর্বৃত্তরা চাকু দিয়ে শাকিল ও অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাদের ছুরিকাঘাত করা হয়েছে, সে বিষয়টি এখনো জানা যায়নি।
গত ক’দিন যাবত বগুড়া শহরে ছুরিকাঘাতের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ছিনতাই ও পূর্ব শত্রুতার জের ধরে এসব ঘটনা ঘটেছে।
Leave a Reply