ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ায় কাহালুতে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার ও ছিনতাইচক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ এদেরকে গ্রেফতার করে।
জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে নাটোরের সিংড়া উপজেলার একদিলতলা গ্রামের জাহিদুল ইসলামের পুত্র মো. মিনহাজ (১৬) এর ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী বেশে ওঠে ছিনতাইকারী চক্রের চার সদস্য। ছিনতাইকারীরা কৌশলে যাত্রী বেশে ব্যাটারিচালিত ইজিবাইক চালককে সিংড়া থেকে বগুড়ার দিকে নিয়ে আসে। এক পর্যায়ে তারা তাকে মাত্রাতিরিক্ত ঘুমের ঔষধ মেশানো কোমলপানীয় পান করায়। এতে মুহুর্তেই তিনি ক্লান্তিবোধ করতে শুরু করেন।
এ সময় ছিনতাইকারীরা ইজিবাইক চালককে কিলঘুষি ও মারপিট করে গুরুতর জখম করে ইইজবাইকটি ছিনতাই করে কাহালু অভিমুখে রওনা দেয়। এ ঘটনা স্থানীয় জনতার নজরে এলে তারা ছিনতাইকারীদের ধাওয়া করে ইজবাইকসহ তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে কাহালু থানা পুলিশ এসে ইজিবাইকটি উদ্ধার ও তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি মো. শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামীরা ইজিবাইক ছিনতাইচক্রের সদস্য। মোট চারজনকে আসামী করে কাহালু থানায় মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো, বগুড়া সদর থানার মহিষবাথান গ্রামের মিলন প্রামানিকের পুত্র মো. মনছুর প্রামানিক (২৫), মো. হাফিজার রহমানের পুত্র সাগর ইসলাম (২৬) ও জেলার শাজাহানপুর থানার ডোমনপুকুর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মজিদের মেয়ে মোছা. রঞ্জনা আক্তার (১৯)।
পলাতক অপর আসামী মো. জিয়াকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply