বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ডিবি পুলিশের পৃথক তিনটি অভিযানে ১৮ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা ও ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুত্র জানায়, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম এর নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া এই অভিযান পরিচালনা করে।
শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে জেলার সদর থানাধীন সদর উপজেলা পরিষদ এর মেইন গেটের সামনে থেকে ১৮ বোতল ফেন্সিডিলসহ মোছা. আছমা আকতার ওরফে সাথী (৩৮)কে গ্রেফতার করে ডিবি। আটক সাথী বগুড়া জেলার শিবগঞ্জ থানার টেপাগাড়ি গ্রামের আছাব আলীর মেয়ে।
অপর এক অভিযানে একই দিন রাত পৌনে দশটার দিকে বগুড়া জেলার শেরপুর থানাধীন উপর ভাদড়া বটতলা বাজার এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করে ডিবি পুলিশের একটি টিম। গ্রেফতারকৃতরা হলো শেরপুর থানার বিরইল পশ্চিমপাড়ার মজনু শেখের পুত্র মো. শাহিন আলম (২৬), উত্তর সাহা পাড়ার নিতাই চন্দ্রের পুত্র উজ্জল কুমার দাস ও আম্বইল বাগানপাড়ার গোপাল চন্দ্রের পুত্র শ্রী স্বপন সিং।
এছাড়া অপর এক অভিযানে শুক্রবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে জেলার শিবগঞ্জ থানাধীন রাজীব এন্ড ব্রাদার্স অটো রাইস মিলের সামনের পাকা রাস্তার উপর থেকে ২শ’ পিস ইয়াবাসহ শিবগঞ্জ থানার মাচইল গ্রামের শাজাহান আকন্দের পুত্র মো. হোসাইন আকন্দ(২৯) কে ডিবি পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর, শেরপুর ও শিবগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply