বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দিনেদুপুরে নিজ বাড়ীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন মো. রেজাউল করিম নামে এক ব্যক্তি। আহত রেজাউল শহরের সূত্রাপুর এলাকার আবুল কাশেম এর পুত্র। তিনি বগুড়া জেলা ফুটবল দলের একজন সাবেক খেলোয়াড়। রেজাউলের পরিবার এ ঘটনায় তার ভাতিজা একই এলাকার আব্দুল মজিদ মানিকের পুত্র সিফাত (৩৮) কে দায়ী করেছেন।
পরিবারের সদস্যরা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে ভাতিজা সিফাত তার চাচা রেজাউল করিমকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে তার উপর এ হামলা চালানো হয়। শনিবার সকাল এগারোটার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে শহরের সুত্রাপুর এলাকার গোহাইল রোডে রেজাউলকে ছুরিকাঘাত করা হয়। বগুড়া সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আহত রেজাউলকে বগুড়া গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের সার্জারি বিভাগে জরুরি ভাবে অস্ত্রোপচার করা হয়েছে। অতিরিক্ত রক্ষক্ষরণ হওয়ায় বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
Leave a Reply