বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিক্সা চালক নিহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে জেলার শাজাহানপুর থানার নয়মাইল হাট এলাকায় দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মজনু নামের ঐ সিএনজিচালিত অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত হন। নিহত মজনু শেরপুর উপজেলার সুপ্তচর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মজনু তার অটোরিকশা নিয়ে বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়মাইল এলাকায় রাস্তার ওপরে থাকা একটি বড় পাথরের সাথে ধাক্কা লেগে তার অটোরিকশাটি উল্টে তিনি ছিটকে পড়ে যান। এসময় পেছনে থাকা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আল আমিন জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply