ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীেকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের শহীদ খোকন পার্কের প্রধান গেইটের বিপরীত পাশ থেকে শামীমে (৩৮) নামে ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম বগুড়া সদর থানার লাহিড়ীপাড়া ইউনিয়নের কয়েলীপাড়া গ্রামের নাজিম উদ্দিনের পুত্র।
বগুড়া জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম এর সার্বিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণে করা হয়েছে।
Leave a Reply