ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ’ক’ সার্কেলের মাদকবিরোধী অভিযানে ৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার ও বহনকারী ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুর বারোটার দিকে জেলার সদর থানাধীন গোকুল হযরত শাহ শাফি (র.) এর মাজারের সামনের মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মাসুদ রানা (২৭) ও মছফুল হোসেন (৩০) নামে মাদক বহনকারী ঐ ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ রানা দিনাজুপর জেলার বিরল থানার কান্দেবপুর চান্দমারী গ্রামের মো. উকিল এর পুত্র। অপর আসামী মছফুল হোসেন দিনাজপুরের বিরল থানার ধর্মজন গ্রামের জহির আলীর পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার দুপুর বারোটার দিকে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সার্কেলের একটি দল গোকুল মহাসড়কের উপর ঢাকাগামী রাহবার এন্টারপ্রাইজে অভিযান চালায়। এ সময় মাসুদ রানা ও মছফুল নামে দু্ই যাত্রীর দুই পায়ের মাঝেখানে রাখা স্কুল ব্যাগে তল্লাশিকালে উভয়ের ব্যাগে যথাক্রমে ৫০ বোতল ও ৪৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে তাদের ফেন্সিডিলসহ আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply