বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বালু ব্যবসার জের ধরে পারভেজ শেখ (৩৮) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বগুড়া শহরের ধাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত পারভেজ শেখ বগুড়া শহরের ধাওয়াপাড়া এলাকার মো. আবু সাঈদের ছেলে।
ঘটনার বিষয়ে বগুড়া সদর থানার ওসি এস.এম মঈনুদ্দীন জানান, পারভেজকে তার বন্ধুরা মদ খাওয়ার কথা বলে ডেকে নিয়ে গিয়ে কুপিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তবে তার সাথে থাকা বন্ধু প্রিন্সের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। পারভেজকে কোপানোর ঘটনায় বুধবার রাত ৮ টা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছিল।
হাসপাতালে চিকিৎসাধীন পারভেজ জানান, তিনি বর্তমানে শহরের পুলিশ প্লাজার পাশে ফুটপাতে ফুচকা-চটপটি বিক্রি করেন। ঘটনার দিন রাত ১ টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। তার সাথে প্রিন্স নামে এক বন্ধু তাকে এগিয়ে দিতে তার সাথে যান। তারা বাড়ির কাছে পৌঁছা মাত্র ৪-৫ জন দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এছাড়াও দুর্বৃত্তরা আহত মাহফুজের বন্ধু প্রিন্সকে ছুরিকাঘাত করে তাকে তুলে নিয়ে যায়। তার খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
Leave a Reply