ওযাহেদ ফকির, বগুড়া: বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে ২শ’ গ্রাম হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-১২ এর একটি দল বগুড়া জেলার শাজাহানপুর থানার খোট্টাপাড়া ইউনিয়নের খাধিড়া মাদ্রাসা এলাকায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে অভিযান চালায়।
এ সময় জেলার শাজাহানপুর থানার সুরুলিয়া মৃধাপাড়া গ্রামের রবিউল ইসলামে ছেলে মোঃ শামীম আহম্মেদ সবুজ (২৪) কে একটি মোবাইল, একটি সিমকার্ড ও নগদ ৮,২০০/- টাকাসহ আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার নিকট হেরোইন সরবারাহকারী হিসেবে মোঃ আশরাফুল আলম (৫৮) নামে এক ব্যক্তির নাম জানান।
পরে শামীমকে দিয়ে র্যাব কর্মকর্তারা কৌশলে হেরোইন কেনার কথা বলে ফোন করলে আশরাফুল আলম ২শ’ গ্রাম হোরোইনসহ উল্লিখিত স্থানে পৌঁছায়। এ সময় আড়ালে থাকা র্যাব তাকে উল্লিখিত পরিমাণ হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বরেুদ্ধে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়ার শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply