ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কাণাড় উত্তরপাড়ায় ‘কাণাড় সেভেন স্টার ক্লাব’ এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতে ইসলামী শাখার আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস ছালাম তুহিন, জামায়াতে ইসলামী ফাঁপোড় ইউনিয়ন শাখার আমির হাফেজ লুৎফর রহমান বিপ্লব, নায়েবে আমির প্রভাষক মো. রেজাউল করিম এবং সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি যুবসমাজকে মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ জীবনের প্রতি উদ্বুদ্ধ করার একটি মাধ্যম। সমাজের উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় লাল দল ও হলুদ দলের মধ্যে। খেলা শুরুর আগে প্রধান অতিথি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন
আয়োজকরা জানান, এ টুর্নামেন্টের মাধ্যমে যুবসমাজের মধ্যে ক্রীড়ামনস্কতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
Leave a Reply