বগুড়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

বগুড়া অফিস:
বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি বগুড়া।
মোঃ রঞ্জু ইসলাম (৩৫), পিতা মোঃ , সাং এরুলিয়া (মাঠ ফকির পাড়া), মোঃ শাপলা সরদার (৪৮), পিতা মৃত ছপি সরদার, সাং এরুলিয়া শাহা পাড়া, উভয় থানা ও জেলা-বগুড়া। মোঃ মহিউদ্দিন (৩২), পিতা মৃত শামসুল আলাম, সাং দক্ষিণ হাজীপাড়া, থানা ও জেলা-কক্সবাজার
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে এরুলিয়া মাঠ ফকিরপাড়া গ্রামের বাদশা জিলাদার এর পুত্র মো. রঞ্জু ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী মো. রঞ্জু ইসলাম (৩৫), এরুলিয়া শহর পাড়ার ছপি সরদারের পুত্র মো. শাপলা সরদার (৪৮) এবং কক্সবাজার সদর থানার দক্ষিণ হাজিপাড়া এলাকার শামছুল আলম এর পুত্র মো. মহিউদ্দিন (৩২) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক কারবারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, একটি সিমকার্ড এবং নগদ ৪ হাজার ৩৭০ টাকা।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তারা মোবাইল ফোনের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে গোপনে এই ব্যবসা পরিচালনা করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।