বগুড়ার আদমদীঘিতে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষে গুরুতর আহত ৩

বগুড়া প্রতিনিধি:
বগুড়া আদমদীঘি উপজেলার কুদ বাউল এলাকায় শনিবার রাত আনুমানিক ৪টা ১৫ মিনিটে বগুড়া থেকে নওগাঁ মহাসড়কে একটি বালু ভর্তি ট্রাক ও একটি মাটি বহনকারী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে উভয় যানবাহন উল্টে দমড়ে-মুচড়ে ভেঙ্গে যায়।
এতে ট্রাক্টরের ড্রাইভার মোঃ ফরহাদ (২২), তার হেলপার মোঃ আকবর আলী (২২) এবং হেলপার মোঃ রাশেদুল ইসলাম (৩০) গুরুতর আহত হন। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক থাকায় তাদের শনাক্ত করা যায়নি।
স্থানীয় লোকজন দ্রুত থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতদের পরিচয় অনুযায়ী, ট্রাক্টরের ড্রাইভার মোঃ ফরহাদ ও হেলপার মোঃ আকবর আলী, পিতা মোঃ তাছের উদ্দিন, এবং হেলপার মোঃ রাশেদুল ইসলাম। সকলেই আদমদীঘি থানার আওতাধীন এলাকায় নিবাসী।
আদমদীঘি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইনগত প্রক্রিয়া প্রয়োগের জন্য তদন্ত শুরু হয়েছে।