খণ্ডিত বক্তব্য প্রচারের অভিযোগ ফজলুর রহমানের

নিজের বিরুদ্ধে স্লোগান ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, “আজ সকালে আমার বাসার সামনে ৭-৮ জন ছেলে-মেয়ে স্লোগান দিয়েছে—‘ফজলুকে হত্যা করো, ফজলুকে গ্রেপ্তার করো’। আমি মৃত্যু ভয় পাই না, তবে মনে করি অপমৃত্যু আমার প্রাপ্য নয়। দেশের জন্য যুদ্ধ করেছি। এই দেশে নিশ্চিন্তে বাঁচার অধিকার আমার রয়েছে।”
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান দাবি করেছেন, তিনি কখনোই বলেননি যে ‘৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে’। সোমবার (২৫ আগস্ট) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, তার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে।
তিনি বলেন, “আমার পুরো বক্তব্য প্রচার করা হোক। কোথায় কোন কথা বলেছি, সেটা পুরোপুরি তুলে ধরা হোক। যদি আমার বক্তব্য ভুল হয়ে থাকে, কেউ যদি আমাকে বুঝাতে পারে, আমি সঙ্গে সঙ্গে হাত জোড় করে ক্ষমা চাইব।”
শোকজ নোটিশ প্রসঙ্গে ফজলুর রহমান জানান, গতকাল (রোববার) রাতে তিনি চিঠিটি হাতে পেয়েছেন। এতে তার কিছু বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “সেই জবাব আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দেবো এবং আমার দল যে সিদ্ধান্ত নেবে, সেটা আমি মেনে নেবো।”
নিজের বিরুদ্ধে স্লোগান ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, “আজ সকালে আমার বাসার সামনে ৭-৮ জন ছেলে-মেয়ে স্লোগান দিয়েছে—‘ফজলুকে হত্যা করো, ফজলুকে গ্রেপ্তার করো’। আমি মৃত্যু ভয় পাই না, তবে মনে করি অপমৃত্যু আমার প্রাপ্য নয়। দেশের জন্য যুদ্ধ করেছি। এই দেশে নিশ্চিন্তে বাঁচার অধিকার আমার রয়েছে।”
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপস করবেন না। “আমি যদি অন্যায় কথা বলি, জামায়াত আমার নামে মামলা করবে, আমি জেলে যাবো। কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপস করবো না।”
রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে ফজলুর রহমান বলেন, “আমি এই দেশে ৬১ বছর ধরে রাজনীতি করি। আমার মৌলিক অধিকার আছে স্বাধীনভাবে বেঁচে থাকার।”