অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

২০২৫ সালের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। দীর্ঘ ১৮ বছর পর যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে আলবিসেলেস্তে যুবারা। আগামী ১৯ নভেম্বর শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হলো মরক্কো।
বৃহস্পতিবার চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইন্টার মিয়ামির তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি, যা আর্জেন্টিনাকে জয় এনে দেয়।
ম্যাচের ৭৮ মিনিটে কলম্বিয়ার রেন্টেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখার পর মাঠ ছাড়েন। ফলে ১০ জনের দলে পরিণত হওয়া কলম্বিয়া আর ম্যাচে ফিরতে পারেনি। এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা ফাইনালের টিকিট নিশ্চিত করে।
আগামী ১৯ নভেম্বর শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে মরক্কো, যারা প্রথম সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উঠেছে। ফাইনালে জিতলে আর্জেন্টিনা রেকর্ড সাতবার যুব বিশ্বকাপ শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করবে। এর আগে ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে যুব বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোদের মতো খেলোয়াড়েরা।