ত্বকের দাগে অবহেলা নয়, নিতে হবে বিশেষজ্ঞের পরামর্শ

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, কাটা দাগ যদি হাইপারট্রপিক বা কিলয়েড ধরনের হয়, তবে এর জন্য রয়েছে আলাদা চিকিৎসা। আবার গর্তের মতো দাগ বা অ্যাট্রোফিক স্কারস-এর চিকিৎসাপদ্ধতিও ভিন্ন। অন্যদিকে অ্যালার্জিজনিত দাগের মধ্যেও রয়েছে নানা ধরন। এর একটি হলো পোস্টইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন—অর্থাৎ প্রদাহ সেরে যাওয়ার পর ত্বকে গাঢ় দাগ থেকে যাওয়া।
সৌহার্দ্য সরকার:
কাটা কিংবা অ্যালার্জিজনিত কারণে হওয়া দাগ একেক জনের ত্বকে একেক রকম হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সামনাসামনি পরীক্ষা ছাড়া এসব দাগের সঠিক কারণ ও ধরন নির্ণয় করা সম্ভব নয়। ফলে চিকিৎসা নিতে দেরি করলে সমস্যা আরও জটিল হতে পারে।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, কাটা দাগ যদি হাইপারট্রপিক বা কিলয়েড ধরনের হয়, তবে এর জন্য রয়েছে আলাদা চিকিৎসা। আবার গর্তের মতো দাগ বা অ্যাট্রোফিক স্কারস-এর চিকিৎসাপদ্ধতিও ভিন্ন। অন্যদিকে অ্যালার্জিজনিত দাগের মধ্যেও রয়েছে নানা ধরন। এর একটি হলো পোস্টইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন—অর্থাৎ প্রদাহ সেরে যাওয়ার পর ত্বকে গাঢ় দাগ থেকে যাওয়া।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এসব দাগ ত্বকের কোন স্তরে রয়েছে তার ওপর নির্ভর করে চিকিৎসা দেওয়া হয়। কোনো ক্ষেত্রে ক্রিম ব্যবহার যথেষ্ট, আবার কখনো লেজারের মতো উন্নত চিকিৎসা নিতে হয়।
তবে প্রাথমিকভাবে ত্বকে ময়েশ্চারাইজার বা বায়ো অয়েল ব্যবহার করলে কিছুটা উপকার পাওয়া যেতে পারে। কিন্তু সমস্যার স্থায়ী সমাধান চান যারা, তাদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অপরিহার্য।
চিকিৎসকদের মতে, “ত্বক আমাদের শরীরের অত্যন্ত সংবেদনশীল অংশ। তাই অবহেলা না করে দ্রুত একজন ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে সরাসরি পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।”