তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় ২০১১ সালের ৩০ জুন। ওইদিন জাতীয় সংসদে গৃহীত হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্বাক্ষরের মাধ্যমে এটি আইন হিসেবে কার্যকর হয়। এর মধ্য দিয়ে সংবিধানের অনুচ্ছেদ ৫৮(বি), ৫৮(সি), ৫৮(ডি) ও ৫৮(ই) বাতিল হয়ে যায়, যেগুলোর মাধ্যমে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযোজন করা হয়েছিল।
নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলে অনুমতি দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ এ আদেশ দেন। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
দিনের শুরুতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় ২০১১ সালের ৩০ জুন। ওইদিন জাতীয় সংসদে গৃহীত হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্বাক্ষরের মাধ্যমে এটি আইন হিসেবে কার্যকর হয়। এর মধ্য দিয়ে সংবিধানের অনুচ্ছেদ ৫৮(বি), ৫৮(সি), ৫৮(ডি) ও ৫৮(ই) বাতিল হয়ে যায়, যেগুলোর মাধ্যমে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযোজন করা হয়েছিল।