ইসরায়েলের বিরুদ্ধে নরওয়ের দুর্দান্ত কমব্যাক

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিজ ক্লাভেনেস সম্প্রতি বলেছেন, তিনি ‘ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা’ আরোপের পক্ষে কাজ করছেন।
স্পোর্টস ডেস্ক:
পেনাল্টি মিস করেও হ্যাটট্রিক করেছেন আর্লিং হল্যান্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সে ইসরাইলকে ৫-০ গোলে ধসিয়ে দিয়েছে নরওয়ে। আর তাতে তারা চলে গেছে বিশ্বকাপের আরও এক ধাপ কাছে। শনিবারের এই জয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো তাদের।
নরওয়ে শেষবার বড় টুর্নামেন্টে খেলেছিল ইউরো ২০০০-এ। এখন তারা গ্রুপ আই-এ শীর্ষে আছে, দ্বিতীয় স্থানে থাকা ইতালির চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে। যদিও ইতালির হাতে এখনো দুটি ম্যাচ বাকি। শনিবার রাতেই ইতালি এস্তোনিয়ার বিপক্ষে খেলবে।
নরওয়ে যদি মঙ্গলবার এস্তোনিয়াকে হারায়, আর ইতালি তাদের পরের দুই ম্যাচে (এস্তোনিয়া বা ইসরাইল) একটিতেও না জেতে, তাহলে নরওয়ের বিশ্বকাপে জায়গা পাওয়া নিশ্চিত হয়ে যাবে।
ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার হল্যান্ড ইউরোপীয় বাছাইপর্বে এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ গোল করেছেন।
ম্যাচ শুরুর আগে অসলোতে উলেভাল স্টেডিয়ামের বাইরে শত শত মানুষ ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেন। তারা ইসরাইলের ‘গাজায় গণহত্যা’র প্রতিবাদ জানাতে একত্র হয়েছিলেন।
নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিজ ক্লাভেনেস সম্প্রতি বলেছেন, তিনি ‘ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা’ আরোপের পক্ষে কাজ করছেন।
ম্যাচের শুরুতে সবাইকে চমকে দেন হল্যান্ড। তার পেনাল্টি শট ঠেকিয়ে দেন ইসরাইল গোলকিপার ড্যানিয়েল পেরেটজ। পরে রেফারি ‘এনক্রোচমেন্ট’-এর কারণে শটটি পুনরায় নিতে বলেন। দ্বিতীয়বারও বিপরীত কোণে শট নেন হল্যান্ড, কিন্তু আবারও দারুণ সেভ করেন পেরেটজ।
তবুও ১৮তম মিনিটে এগিয়ে যায় নরওয়ে। ইসরাইল ডিফেন্ডার আনান খালাইলির আত্মঘাতী গোলে গোল পায় স্বাগতিকরা। এর কিছুক্ষণ পরই হল্যান্ড দারুণ এক দৌড়ে গোল করে টানা নবম আন্তর্জাতিক ম্যাচে গোলের দেখা পান।
২৮তম মিনিটে নরওয়ের তৃতীয় গোলটিও আসে আত্মঘাতী ভুলে। পেরেটজের কিক বাউন্স করে ডিফেন্ডার ইদান নাখমিয়াসের গায়ে লেগে জালে ঢুকে যায়। ওই ঘটনায় পোস্টে ধাক্কা খেয়ে নাখমিয়াস পরে মাঠ ছাড়েন।
৬৩তম মিনিটে আন্তোনিও নুসার ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন হল্যান্ড। এরপর ম্যাচের ৭২তম মিনিটে আরেকটি হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।