বিশ্বকাপের প্রস্তুতি নিতে এশিয়ায় পা রাখছে নেইমারের দল

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। এরপর নভেম্বর মাসে আফ্রিকার দলগুলোর বিপক্ষে ও আগামী বছরের মার্চ ও জুনে ইউরোপের শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলতে চায় সেলেসাওরা।
ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের প্রস্তুতি নিতে অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল। দক্ষিণ কোরিয়া ও জাপানের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী মাসে নিজেদের শেষ দুই বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। সেই ম্যাচগুলোর জন্য অভিজ্ঞতা আর তারুণ্যের সমন্বয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। বাছাইপর্ব শেষে শুরু হবে বিশ্বকাপ মিশনের প্রস্তুতি।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। এরপর নভেম্বর মাসে আফ্রিকার দলগুলোর বিপক্ষে ও আগামী বছরের মার্চ ও জুনে ইউরোপের শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলতে চায় সেলেসাওরা।
আনচেলত্তি মনে করছেন, এসব ম্যাচ তাকে খেলোয়াড়দের পারফরম্যান্স কাছ থেকে দেখার সুযোগ করে দেবে এবং দলকে আরও শক্তিশালী করে তুলবে।
২০২৬ সালের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়, যেখানে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। ‘হেক্সা মিশন’ অর্থাৎ ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে পথচলা শুরু করেছে ব্রাজিল।