সংসদ নির্বাচনের রোডম্যাপ চুড়ান্ত: ঘোষণা যেকোনো সময়

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ আগস্ট) কমিশনের সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, “কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়েছে, অনুমোদনও দেওয়া হয়েছে। এখন শুধু টাইপিংয়ের কাজ চলছে। খুব শিগগিরই তা প্রকাশ করা হবে।”
ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, রোডম্যাপের বিস্তারিত তথ্য লিখিত আকারে প্রকাশ করা হবে। আনুষ্ঠানিক বিবৃতিতে বিকেল বা আগামীকাল বৃহস্পতিবারই ঘোষণা আসতে পারে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে। তবে তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ডিসেম্বর মাস, অর্থাৎ ভোটের প্রায় দুই মাস আগে।
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একাধিকবার জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে, রমজান শুরুর আগেই সম্পন্ন করার প্রস্তুতি চলছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছিল।
রোডম্যাপে ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্র নির্ধারণ, নির্বাচন পরিচালনার সরঞ্জাম ক্রয় ও প্রশিক্ষণ, আইন সংস্কার, মুদ্রণ কার্যক্রম এবং সুশীল সমাজ, রাজনৈতিক দল ও গণমাধ্যমের সঙ্গে সংলাপের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে বহুদিন ধরেই আলোচনায় ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রোডম্যাপের অনুমোদন সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করল। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।