গোল মেশিন রোনালদোর দাপুটে সূচনা

ম্যাচে জোড়া নায়ক ছিলেন রোনালদো ও তার জাতীয় দলের সতীর্থ হোয়াও ফেলিক্স। প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি থেকে গত মাসে আল নাসরে যোগ দেয়া ফেলিক্স অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেন। আর অভিজ্ঞ রোনালদোও পেনাল্টি থেকে নাম লেখান স্কোরশিটে।
ডেস্ক রিপোর্ট: দুর্দান্ত এক মৌসুম শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই আল তাউনের মাঠে রীতিমতো গোলের উৎসব সাজালো তারা। ৫-০ গোলের বড় জয় তুলে নিয়ে নতুন মৌসুমে স্বপ্নের শুরু করলো রোনালদোরা।
ম্যাচে জোড়া নায়ক ছিলেন রোনালদো ও তার জাতীয় দলের সতীর্থ হোয়াও ফেলিক্স। প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি থেকে গত মাসে আল নাসরে যোগ দেয়া ফেলিক্স অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেন। আর অভিজ্ঞ রোনালদোও পেনাল্টি থেকে নাম লেখান স্কোরশিটে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল নাসর। সপ্তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ফেলিক্স। প্রথমার্ধ শেষ হয় ১-০ তে। তবে বিরতির পর আরো ভয়ঙ্কর হয়ে ওঠে আল নাসর।
খেলার ৫৪ মিনিটের দিকে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রোনালদো। এক মিনিট পরই আরেক নতুন সতীর্থ কিংসলে কোম্যান গোল করে স্কোরলাইন দাঁড় করান ৩-০ তে। এরপর আবারো আলো ছড়ান ফেলিক্স। ৬৭ ও ৮৭তম মিনিটে আরো দুটি গোল করে হ্যাটট্রিক করেন।
রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। মৌসুমের শুরুতেই রোনালদো ও ফেলিক্সের দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপার দৌড়ে এগিয়ে থাকার বার্তা দিলো সৌদি জায়ান্টরা।