মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান: ৯ কোটি টাকার জাল-ট্রলার জব্দ

সরকারের কঠোর নির্দেশনা মেনে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ নীতির আওতায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় জোরদার টহল ও অভিযান কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এই ধারাবাহিকতায়, গত ১৫ অক্টোবর ২০২৫ তারিখে (বুধবার) নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ কুতুবদিয়া, মনপুরা, হাতিয়া এবং তৎসংলগ্ন জলসীমায় নিয়মিত টহলের অংশ হিসেবে একটি বড় অভিযান পরিচালনা করে। এই অভিযানে ইলিশ মাছ ধরার ওপর সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকার করার দায়ে মোট ০৩ টি মাছ ধরার ট্রলার আটক করা হয়।
আটককৃত ট্রলারগুলোতে তল্লাশি চালিয়ে ক্ষতিকর ও মৎস্য শিকারের জন্য অবৈধ বলে বিবেচিত বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করে নৌবাহিনী। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১০ টি বেহুন্দি জাল, যা পরিবেশ ও মাছের প্রজননের জন্য অত্যন্ত ক্ষতিকর; ১৮ হাজার মিটার ইলিশ ধরার নিষিদ্ধ জাল; এবং আরও ৭ হাজার ৫ শত মিটার অন্যান্য জাল। একই সঙ্গে, ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রচুর পরিমাণে মাছ জব্দ করা হয়। জব্দকৃত ট্রলার, বিভিন্ন ধরনের জাল এবং মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা। এই অভিযান চলাকালীন সময়ে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ধরার সাথে জড়িত থাকার অভিযোগে মোট ৬৭ জন জেলেকেও আটক করে নৌবাহিনী। পরবর্তীতে, জব্দকৃত ট্রলার, মাছ, জাল এবং আটককৃত ৬৭ জন জেলেকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মেরিন ফিশারিজ অফিসারের কাছে প্রয়োজনীয় ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করে দেশের মৎস্য সম্পদ রক্ষায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ সফলভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ নৌবাহিনী তাদের নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও মৎস্য সম্পদের দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য নৌবাহিনীর এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।