ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন গুরুতর আহত

চাঁদ আলী, কুষ্টিয়া :
কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা উপজেলার ১০ মাইল নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে ফরিদা ইয়াসমিনের প্রাইভেট কারটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি ও তার ভাই নজরুল ইসলাম নজু মারাত্মকভাবে আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুর্ঘটনার খবর শুনে খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত সুস্থতার কামনা করছেন।