বগুড়ার শাহজাহানপুরে মাদক ব্যবসায়ী আব্দুল রাজ্জাক নীলু (৫৪) নামে একাধিক মামলার পলাতক আসামিকে ৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চোপীনগর ইউনিয়নের বড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার নীলু উপজেলার জোকা মোল্লাপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তার বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে একাধিক মামলায় চার্জশিট গৃহীত হয়ে বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি টিম বড়ইতলা এলাকার নজরুল ইসলামের বাড়ির সামনে দুবলাগাড়ী-শাহানগর পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে নীলুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নীলু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার নামে ২০১২ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৬, ২০১৭, ২০১৮, ২০২০, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে দায়ের করা মামলাগুলো আদালতে বিচারাধীন।
ওসি আরও বলেন, “নীলু একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এবারও তার বিরুদ্ধে নতুন করে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নীলুর বিরুদ্ধে সর্বশেষ মামলা দায়ের করা হয় চলতি বছরের জানুয়ারিতে (এফআইআর নং-৩৫/২৫)। এছাড়া ২০২৩ সালের সেপ্টেম্বরে দায়ের হওয়া আরেক মামলায়ও তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে।
স্থানীয়রা জানান, নীলু দীর্ঘদিন ধরে শাহজাহানপুর, শেরপুর ও আশপাশের এলাকায় হেরোইন সরবরাহে সক্রিয় ছিল। তাকে গ্রেফতারের ফলে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর নীলুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলায় অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।