বগুড়া অফিস: বগুড়ার শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন বাস্তবায়নের ১ দফা দাবীতে মানববন্ধন করেছেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকগণ। বৃহস্পতিবার বিকেল ৪ টায় শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় ‘বৈষম্য বিরোধী প্রাথমিক শিক্ষক পরিবার’ শেরপুর উপজেলা শাখার ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, “শিক্ষকদের বেতন এখনো তৃতীয় শ্রেণির কর্মচারীদের সমান। এটা জাতির জন্য যেমন লজ্জ্বার, তেমনি এতো কম বেতনে একজন শিক্ষক হিসেবে সমাজে সম্মানের সাথে বেঁচে থাকাও অসম্ভব। তাঁরা বলেন, বেতন বৈষম্য নিরসনে ইতোমধ্যেই একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। সেখানে আমরা শিক্ষকদের অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব চাই।” মানববন্ধনে প্রাথমিক শিক্ষার সব স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে একটি যৌক্তিক, যুগোপযোগী ও প্রতিনিধিত্বমূলক সংস্কারের দাবী জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষক নেতা খন্দকার মাসুদ রানা, টি.এম নূরুল আলম, দেলোয়ার হোসেন, জিয়াউল ইসলাম জিয়া, শাহিনুর রহমান, শামছ উদ্দিন ফিজার, শামীম রহমান সরকার, শামিমা আক্তার বন্যা, সেলিনা সুলতানা লিখন, রউফুননেছা রাশু, শফিকুল ইসলাম, আবুল কাশেম, রবিউল আহসান, রুহুল আমিন, আফাজ উদ্দিন, আব্দুল মোমিন, বেল্লাল হোসেন, রফিকুল ইসলাম পুটু, শহিদুল ইসলাম, নাসির উদ্দিন, মাহমুদা রাখি, মো. তুহিন, মো. ওবায়দুল্লাহ, মো. পলাশ, রফিকুল ইসলাম, মো. রফিক, মোদাচ্ছের হোসেন প্রমুখ।
Leave a Reply