সেলিম সরকার, বগুড়া: বগুড়ায় ডিপ্লোমা সার্ভেয়ারদের ১০ম গ্রেডে বেতনের দাবীতে অনির্দ্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে সার্ভেয়ার এসোসিয়েশন । বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ডাকে এই কর্মস‚চী পালন করা হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন আন্দোলনকারীরা। তারা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
কর্মসূচীতে বগুড়া জেলায় সরকারি সকল দপ্তরে কর্মরত ডিপ্লোমা সার্ভেয়ারগণ অংশ নেন। এ সময় ১০ম গ্রেডে বেতন ও ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা দাবী করে বক্তব্য রাখেন বাংলাদেশ ম্যানেজমেন্ট সার্ভেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, বগুড়া জেলা শাখার সভাপতি মো. ফেরদৌস হাবিব, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, বাংলাদেশ সেটেলমেন্ট সার্ভেয়ার এসোসিয়েশন, বগুড়া জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, মো. শহিদুল্লাহ প্রমুখ।
কর্মসূচী চলাকালে নেতৃবৃন্দ উচ্চ আদালতের আদেশ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদটিকে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীত করে ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবী জানান।
Leave a Reply