গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন মো. আবদুল জলিল

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা মো. আবদুল জলিলকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে পদায়ন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে সোমবার (১৩ অক্টোবর) এই পদায়নের আদেশ জারি করা হয়। এই নতুন দায়িত্ব অবিলম্বে কার্যকর হবে।
মো. আবদুল জলিল বিসিএস-এর ১৮তম ব্যাচের একজন কর্মকর্তা। এই পদে পদায়নের আগে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। নতুন পদে তাঁর পদায়নের মাধ্যমে গণযোগাযোগ অধিদপ্তরের কার্যক্রমে গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।