বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ভুল চিকিৎসার অভিযোগে ১৪ মাস বয়সী শিশু নওশিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক জাবেদ ইকবাল বাবুকে (৫০) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আটক জাবেদ ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে। নিহত শিশুটি বিশালপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামের নবিন উদ্দিনের মেয়ে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে শেরপুর পৌরশহরের রামচন্দ্রপুর পাড়ায় জাবেদ ইকবালের ব্যক্তিগত চেম্বারে এই ঘটনা ঘটে।
নওশিনের বাবা নবিন জানান, বুধবার মেয়ের জ্বর হলে জাবেদ ইকবালের চেম্বারে নিয়ে যান। চিকিৎসা শেষে পরদিন চেম্বারে আসার পরামর্শ দেন জাবেদ। পরের দিন শিশুটি তুলনামূলক সুস্থ থাকলেও আবার চেম্বারে নিয়ে গেলে ডাক্তার শ্বাসকষ্টের কথা বলে একটি ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার পরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নওশিনের বাবার অভিযোগ, সামান্য জ্বরের জন্য চিকিৎসা করাতে গিয়ে ভুল চিকিৎসার কারণে তার মেয়ের মৃত্যু হয়েছে। অভিযুক্ত চিকিৎসক জাবেদ ইকবাল বাবু বলেন, “শিশুটি সুস্থই ছিল। কিন্তু ইনজেকশন দেওয়ার পর শ্বাসকষ্ট বেড়ে যায়। আমি দ্রুত হাসপাতালে নিতে বলি। হয়তো পথেই শিশুটির মৃত্যু হয়েছে।”
এ ঘটনায় শেরপুর থানা পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। স্থানীয়দের দাবি, জাবেদ ইকবাল একজন ভুয়া চিকিৎসক। তার বৈধ কোনো সনদ নেই। তবে, জাবেদ দাবী করেছেন কলকাতা থেকে তিনি চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন।
Leave a Reply