বগুড়ায় অস্ত্রসহ কৃষকলীগ নেতা গ্রেফতার
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে যৌথবাহিনীর অভিযানে স্থানীয় কৃষকলীগ নেতা মো. রায়হানকে (৩৩) পিস্তলসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার উপজেলার রানিরহাট এলাকার আশেকপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি আশেকপুর পশ্চিম পাড়ার মোঃ আব্দুর রহমানের পুত্র এবং আশেকপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক।
গোপন সংবাদের ভিত্তিতে সেনা বাহিনীর একটি টিম শুক্রবার রায়হানের বাড়িতে অভিযান চালিয়ে এক রাউন্ড গুলিসহ ১টি বিদেশি পিস্তলসহ রায়হানকে আটক করে। পরে তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ বলেন, রায়হানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ পূর্বের কোনো মামলা থাকলে সেসব মামলায় আটক দেখানো হবে।