বগুড়ায় হাসপাতালে ঢুকে সাবেক স্ত্রীর স্বামীকে খুরের আঘাত

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় শজিমেক হাসপাতালে ঢুকে সাবেক স্ত্রীর বর্তমান স্বামীকে খুরের আঘাতে আহত করা হয়েছে।
আজ সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডের সামনে ঘটে এক রক্তক্ষয়ী ঘটনা। ধারালো অস্ত্র খুরের আঘাতে গুরুতর আহত হয়েছেন মোঃ মামুন (৩২), পিতা: মোঃ আইয়ুব আলী, সাং: শংকর হাটা, মির্জাপুর, থানা: শেরপুর, জেলা: বগুড়া।
অদ্য সকাল ১১:৩৫ মিনিটে ৫ম তলায় শিশুর ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। আহত মামুনকে দ্রুত স্থানীয় আনসার সদস্যদের সহায়তায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মামুনের স্ত্রী মোছাঃ ফেরদৌসী চার মাস আগে তার প্রথম স্বামী মোঃ রাসেল (৩২), পিতা: মোঃ রুহুল, পেশা: গাড়ি চালক (বর্তমানে কর্মরত: শেরপুর কৃষি অফিস) এর সাথে বিবাহ বিচ্ছেদ করেন। এরপর দুই মাস আগে ফেরদৌসী দ্বিতীয়বারের মতো মামুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
আজ ফেরদৌসী ও মামুন হাসপাতালে ফেরদৌসীর বড় বোনের অসুস্থ সন্তানকে দেখতে গেলে হঠাৎ সেখানে হাজির হন তার প্রাক্তন স্বামী রাসেল। একপর্যায়ে তর্কাতর্কি থেকে সংঘর্ষে গড়ায় এবং রাসেল খুর দিয়ে মামুনকে আঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত রাসেলকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।