বরগুনায় বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

মহিবউল্লাহ কিরন,বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে জয়নাল সিকদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নে।
মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫ উপজেলার কুকুয়া ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের খাকদান গ্রামের বৃদ্ধ জয়নাল সিকদার(৬৫) বেলা সাড়ে ১১ টার দিকে তার বাঁশ ঝাড়ের একটি বাঁশ কাটছিলো।
কাটা বাঁশটি সড়কের পাশে থাকা ৩৩কেভি: বিদ্যুৎ লাইনের তাঁরের ওপর পড়ে যায়,সেই লাইন থেকে বাঁশ নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে যান।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম (উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক) বলেন, বৃদ্ধ জয়নাল সিকদার সড়কের পাশে বিদ্যুৎ লাইনের ওপরে পড়ে যাওয়া বাঁশ নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন,খবর পেয়ে এএস আই শহিদুলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিলো, সুরতহাল রিপোর্ট করা শেষে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।