দেশমাতৃকার সেবায় বিএনপি বলিষ্ঠ ভূমিকা রাখবে : তারেক রহমান

বিএনপির শাসনামলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহে যুগান্তকারী অগ্রগতি হয়। সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারিত হয় এবং নারীর ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ফলে আর দেশে দুর্ভিক্ষ ফিরে আসেনি।
অনলাইন ডেস্ক:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটি জন্মলগ্ন থেকেই অঙ্গীকারবদ্ধ।
তারেক রহমান অভিযোগ করেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ একদলীয় বাকশালী ব্যবস্থা চালু করে গণতন্ত্রকে হত্যা করে। এর ফলে দেশে দুর্ভিক্ষ, রাজনৈতিক হত্যা ও বিশৃঙ্খলা দেখা দেয়। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মাধ্যমে জনগণের নাগরিক অধিকার ফিরিয়ে দেন।
তিনি আরও বলেন, ৯০-এর দশকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপির আপসহীন ভূমিকার ফলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। পরে ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র চালু করে বিএনপি।
তারেক রহমান দাবি করেন, বিএনপির শাসনামলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহে যুগান্তকারী অগ্রগতি হয়। সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারিত হয় এবং নারীর ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ফলে আর দেশে দুর্ভিক্ষ ফিরে আসেনি।
তিনি বলেন, জনগণের আস্থা অটুট রেখে দেশমাতৃকার সেবায় বিএনপি আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে। অতীতে দলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ বিফলে যাবে না।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি। আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এজন্য জনগণের নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার গঠন অপরিহার্য।
তারেক রহমান প্রতিষ্ঠাবার্ষিকীতে অঙ্গীকার ব্যক্ত করে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। একইসঙ্গে গুম, হত্যা, দুর্নীতি, টাকা পাচার ও মব সংস্কৃতির অবসান ঘটিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি।