গাবতলীতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ার গাবতলীতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার নসিপুর কদমতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আহসান হাবীব (২০)। নিহত আহসান হাবীব গাবতলীর কোলারবাড়ি এলাকার গোলাম কিবরিয়া মিন্টুর ছেলে। এসময় ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, বগুড়া হতে আসা প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আহসান হাবীব মারা যান। ঘটনার পর পরই প্রাইভেটকার রেখে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।