বগুড়া নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল গ্রেফতার
বগুড়া প্রতিনিধি: চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি বগুড়া নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে বগুড়া নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাশেদুল ইসলাম শহরের উপশহর বাজার এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দায়েরকৃত পাঁচটি মামলা রয়েছে।
এর মধ্যে একটি মামলার বাদী বাদুড়তলা নামাজগড় ক্রস লেন এলাকার ব্যবসায়ী আরমান আলী সেখ। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ২৫ ডিসেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম জেলা প্রশাসন অনুমোদিত তিন বছরের মেয়াদি ২৭ সদস্যের একটি কমিটির পরিচিতি ঘোষণা করেন। তবে, ঘোষণার পরপরই রাশেদুল ইসলামসহ প্রায় ৪০-৪২ জন মসজিদে প্রবেশ করে ইমামের মোনাজাত ও মুসল্লিদের নামাজে বাধা সৃষ্টি করেন।
ঘটনার এক পর্যায়ে মুসল্লিরা তাদের মসজিদ থেকে বের করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাশেদুল ও তার সহযোগীরা মুসল্লিদের ওপর হামলা চালায় এবং নবগঠিত কমিটির সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। পাশাপাশি মসজিদের গলিতে কয়েকটি দোকানে লুটপাট চালানোর অভিযোগও তাদের বিরুদ্ধে উঠেছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, “রাশেদুল ইসলামের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
রাশেদুলকে গ্রেফতারের ঘটনায় বগুড়া জেলা প্রশাসন এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।