বগুড়ার শেরপুরে ৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস যাত্রা বিরতির জন্য রেস্টুরেন্টে থামলে সুপারভাইজার গাড়িতে থাকা দুটি ব্যাগের মালিকের খোঁজ করেন। এ সময় লিটন ও পলাশের সন্দেহজনক আচরণে তাদের আটকে রাখা হয়। পরে যাত্রীদের সহযোগিতায় ব্যাগ তল্লাশি করলে দুটি স্কুলব্যাগ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় সাদা সিমেন্টের বস্তার ভেতর লুকানো প্রায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবেশে গাঁজা বহনের সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার ভাবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নাটোরের রাজবাড়ী এলাকার কাশেম শেখের ছেলে লিটন শেখ (৪০) এবং লিমন হোসেনের ছেলে পলাশ (২৭)।
স্থানীয়রা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস যাত্রা বিরতির জন্য রেস্টুরেন্টে থামলে সুপারভাইজার গাড়িতে থাকা দুটি ব্যাগের মালিকের খোঁজ করেন। এ সময় লিটন ও পলাশের সন্দেহজনক আচরণে তাদের আটকে রাখা হয়। পরে যাত্রীদের সহযোগিতায় ব্যাগ তল্লাশি করলে দুটি স্কুলব্যাগ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় সাদা সিমেন্টের বস্তার ভেতর লুকানো প্রায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা ও আসামি দুজনকে হেফাজতে নেয়। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “৮ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”