বগুড়ায় বৈদ্যুতিক সার্কিটের অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে ছাই

ওয়াহেদ ফকির, বগুড়া:
বগুড়ায় রাইস কুকারের বৈদ্যুতিক সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যার পর সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু মণ্ডলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মোঃ আব্দুল মান্নান, মিনার, মোঃ মোফা মণ্ডলের ৭টি ঘর পুড়ে যায়। আগুনে ঘরের সব আসবাবপত্র পুড়ে যাওয়ায় পরিবারগুলো সাময়িক সঙ্কটে পড়েছেন বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেছেন।
বুধবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা ও এক বস্তা করে চাউল অনুদান প্রদান করেন। সাবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এ সময় তাঁর সাথে ছিলেন।
অপরদিকে, বগুড়া শহর জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বুধবার সকালে বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ক্ষতিগ্রস্ত পরিবারদের দেখতে যান এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় তার সাথে ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জামায়াত নেতা অধ্যাপক হারুনুর রশিদ, সাবগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর আরিফুর রহমান করিম, নায়েবে আমীর আজিজুর রহমান, অধ্যক্ষ এটিএম আব্দুল কাদের, সেক্রেটারি মিনহাজুল ইসলাম, বোরহান উদ্দিন, আতাউর রহমান, সভাপতি রমজান আলী মাস্টার, গোলাম মোস্তফা প্রমুখ।