‘অপারেশন চক্রবাল’ আতঙ্ক, নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা

শেখ হাসিনাসহ শীর্ষ নেতারা দেশত্যাগ করলেও ঢাকাসহ সারা দেশে গড়ে উঠেছে অসংখ্য সেল। মিরপুর, মোহাম্মদপুর, জিগাতলা, সায়েন্সল্যাব থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহীর বিভিন্ন এলাকায় এসব সেল সক্রিয়। তারা অধিকাংশ সময় মোবাইল ব্যবহার না করে সরাসরি বার্তা আদান-প্রদান করছে।
নিজস্ব প্রতিবেদক:
দেশ অস্থিতিশীল করতে নতুন করে সক্রিয় হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ। গোপন পরিকল্পনার অংশ হিসেবে তারা তিন মাস মেয়াদি ‘অপারেশন চক্রবাল’ শুরু করেছে। এর আওতায় হঠাৎ ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর, বাজারে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো কর্মকাণ্ড চালানো হচ্ছে। বিশেষ করে ছাত্রলীগের ছোট ছোট গ্রুপ মাঠে এবং অপর একটি গ্রুপ অনলাইনে প্রচারণা চালাচ্ছে।
গোয়েন্দা সংস্থার তথ্যমতে, শেখ হাসিনাসহ শীর্ষ নেতারা দেশত্যাগ করলেও ঢাকাসহ সারা দেশে গড়ে উঠেছে অসংখ্য সেল। মিরপুর, মোহাম্মদপুর, জিগাতলা, সায়েন্সল্যাব থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহীর বিভিন্ন এলাকায় এসব সেল সক্রিয়। তারা অধিকাংশ সময় মোবাইল ব্যবহার না করে সরাসরি বার্তা আদান-প্রদান করছে।
সরকারি সূত্র জানায়, ‘অপারেশন চক্রবাল’-এর ধারণা এসেছে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের কাছ থেকে, যিনি দিল্লি থেকে সিআরআই পরিচালনা করছেন। বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠিয়ে দেশে নাশকতা ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, গত আট দিনে ঢাকাসহ সারা দেশে শতাধিক ঝটিকা মিছিল হয়েছে। ভিডিও দেখে সাবেক এমপিসহ অন্তত ৭৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। আরও অনেককে আটক করা হয়েছে বিভিন্ন জেলায়।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে ঝটিকা মিছিল ও নাশকতা ঠেকাতে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, মাঠপর্যায়ে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ওসিদের প্রত্যাহার করা হবে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, পরাজিত রাজনৈতিক শক্তি নতুন কৌশলে অপতৎপরতা চালাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, মিছিল শেষে ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, আ.লীগ সরাসরি রাজনীতিতে ফেরার পথ হারিয়ে এখন গোপন নাশকতা ও আতঙ্ক সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে। তবে সরকার স্পষ্ট করেছে, দেশ অস্থিতিশীল করতে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।