মাতুয়াইলে ২৫ লক্ষ টাকার অবৈধ আতশবাজি, কাপড় ও প্রসাধনী উদ্ধার

রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ আমদানি নিষিদ্ধ পণ্যসামগ্রী উদ্ধার করেছে র্যাব-১০। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ আতশবাজি, বিদেশী কাপড়, চকলেট ও প্রসাধনী সামগ্রী।
গতকাল বুধবার (১৫ অক্টোবর) আনুমানিক বিকেল ৩টায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন চট্টগ্রাম টু ঢাকাগামী মাতুয়াইল সান্টু তেলের পাম্প এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করে। উক্ত চেকপোস্টে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে আনুমানিক ৬,৮৪,০০০ টাকা মূল্যমানের ১৩,৫৯০ পিস আতশবাজি, ১,৭২,৮০০ টাকা মূল্যমানের ৪,৩২০ পিস মেহেদী, ১,৫১,২০০ টাকা মূল্যমানের ৪৩২ পিস অলিভ অয়েল, ১,৬৪,৩০০ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকারের ৩৩৭ পিস শ্যাম্পু, ১,৮০,০০০ টাকা মূল্যমানের ৭২০ পিস ফেইস ওয়াশ, ৩,৩৫,০০০ টাকা মূল্যমানের ৩৫০ বক্স চকলেট, ৬,১২,০০০ টাকা মূল্যমানের ৬১২ পিস শাড়ি, ৩,৯০,০০০ টাকা মূল্যমানের ২৬০ পিস চাদর ও ১৫,০০০ টাকা মূল্যমানের ৬ বান্ডিল থ্রি পিস কাপড়। সর্বমোট ২৫ লক্ষ ২৪ হাজার ৩০০ টাকা মূল্যমানের অবৈধ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে।
র্যাব-১০ জানিয়েছে, দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ চোরাকারবারীরা এই ধরনের আমদানি নিষিদ্ধ আতশবাজি, বিদেশী কাপড়, চকলেট ও প্রসাধনী পণ্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাব-১০ সচেষ্ট রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।