সিটিসেলের সাবেক সিএফও সাজ্জাদ রহিম গ্রেফতার

বিলুপ্ত টেলিকম কোম্পানি সিটিসেলের সাবেক চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সাজ্জাদ রহিম চৌধুরীকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, “আমরা সাজ্জাদ রহিমকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়েছি। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদ রহিম সিটিসেলের সিএফও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বিরুদ্ধে বেসরকারি একটি ব্যাংকের দায়ের করা মামলায় ছয় মাসের কারাদণ্ড হয়। মামলার রায় অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়।
সিটিসেল দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগে ২০১৬ সালে কার্যক্রম বন্ধ করে দেয়। কোম্পানিটির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় আর্থিক অনিয়ম ও দেনা-পাওনা সংক্রান্ত মামলার অভিযোগ উঠেছে। সাজ্জাদ রহিমের গ্রেফতার সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পুলিশ জানিয়েছে, সাজ্জাদ রহিমের বিরুদ্ধে আরও কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।