বগুড়ার ঘোড়াধাপে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ওয়াহেদ ফকির, বগুড়া:
বগুড়া সদরের ঘোড়াধাপ সাংগঠনিক থানা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদরের হাজরাদিঘী স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন।
সভাপতিত্ব করেন থানা আমীর মাওলানা হেদায়েতুল ইসলাম। থানা সেক্রেটারী এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হালিম বেগ, চারমাথা থানা আমীর মাও: আব্দুল বাসেত, উপশহর থানা আমীর মাও: আব্দুল হামিদ বেগ, ফুলবাড়ী থানা আমীর এ্যাড. শাহীন মিয়া, আইবিডাব্লিউ নেতা আব্দুল বাসেত, প্রভাষক জাহেদুর রহমান, আব্দুল হালিম, সাইফুল ইসলাম ভান্ডারী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “কুরআনের কথা বন্ধ করতে বিগত সরকার জামায়াতের উপর দীর্ঘ ১৬ বছর স্ট্রীম রোলার চালিয়েছে। শীর্ষ নেতাদের ফঁসি দিয়ে কুরআনের কথা বন্ধ করতে চেয়েছে। কুরআন প্রেমিক জনগণ বিপ্লবের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিদায় করে দিয়েছে।” তিনি সকল কর্মীকে কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।