বগুড়ায় ঘরে ঢুকে সন্ত্রাসী হামলায় ২ জন গুরুতর আহত
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সন্ত্রাসী হামলায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে সন্ত্রাসীরা বগুড়া পৌরসভার চকসূত্রাপুর এলাকায় নূর ইসলাম (৪০) ও অজ্ঞাত পরিচয় (১৫) এক কিশোরকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহতাবস্থায় উভয়কে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নুর ইসলাম চকসূত্রাপুর এলাকার জমশের আলীর পুত্র।
ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আহতরা কিছুটা সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদের পর ঘটনার বিস্তারিত জানা সম্ভব হতে পারে। বগুড়া সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নূর ইসলামের ঘরে ঢুকে সন্ত্রাসীরা এলাপাতাড়ি হামলা চালিয়ে মূহুর্তেই চলে যায়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।