বিএনপি নেতা ও সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানামুখী গুঞ্জন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে কয়েকটি অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে খবর প্রকাশ হয়— ‘বিয়ে করেছেন ইশরাক হোসেন’। এর পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে।
তবে এখন পর্যন্ত ইশরাক হোসেন নিজে বা তার পরিবার থেকে কেউ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এমনকি বিএনপির কোনো নেতার কাছ থেকেও বিষয়টি নিশ্চিত করা যায়নি।
গুঞ্জনের সূত্রপাত হয় অনলাইন সংবাদমাধ্যমের প্রকাশিত সংবাদের মাধ্যমে। সেখানে সংক্ষিপ্ত আকারে বলা হয়, “বিয়ে করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন— বিস্তারিত আসছে।” তবে এখন পর্যন্ত সংবাদটির বিস্তারিত অংশ প্রকাশ করা হয়নি।
তবে এটা নিছক গুজব বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। কারণ ইশরাকের মতো একজন হেভিওয়েট নেতা গোপনে বিয়ে করবেন, তা মনে করার সাধারণ কোনো কারণ নেই।
রাজনীতির অঙ্গনে পরিচিত মুখ ইশরাক হোসেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেন।
অনলাইনজুড়ে অনেকে বিষয়টিকে সত্য ধরে শুভেচ্ছা জানালেও অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন এটি হয়তো নিছক গুজব। কারণ, ইশরাকের বিয়ের খবর নিয়ে এর আগে একাধিকবার এমন ভুয়া তথ্য ছড়িয়েছে।
এখন সবার প্রশ্ন— গুঞ্জনের এই খবর সত্যি, নাকি আবারো গুজব?
ইশরাক বা তার ঘনিষ্ঠ কোনো সূত্রের আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাজনীতির মঞ্চে সরব এই তরুণ নেতার ব্যক্তিজীবন নিয়েও জনসাধারণের আগ্রহ বরাবরই তুঙ্গে— এবারও তার ব্যতিক্রম নয়।