৬ দফা দাবি আদায়ের লক্ষে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ করেছে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারী।
শনিবার ১১অক্টোবর সকাল দশটায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা কমিটির সভাপতি আবু জাফর মোহাম্মদ সালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা জেলা জামায়াতের আমীর ও আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ মহিবুল্লাহ হারুন, অধ্যাপক আব্দুর রব ও মাওলানা মোঃ জহিরুল হক।
মানববন্ধনে অংশ গ্রহণ করেন জেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েকশত শিক্ষক-কর্মচারী।
এই সময় বক্তারা ৬দফার দাবি নিয়ে বলেন, প্রস্তাবিত পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করতে হবে, ১০০% উৎসব ভাতা প্রদান। ৫০% বাড়ি ভাড়া প্রদান। ১৫০০% চিকিৎসা ভাতা প্রদান। নন এমপিও শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিও ভুক্ত করতে হবে।শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের টাকা দ্রুত পরিশোধ করতে হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা কমিটির আয়োজনে বরগুনায় ৬দফার এই কর্মসূচি পালিত হয়েছে।