বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইজিবাইক চালক গুরুতর আহত
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মুক্তার আলী (৪৮) নামে এক ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) রাত সোয়া দশটার দিকে শহরের ফুলবাড়ি আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত ইজিবাইক চালক মুক্তার আলী শহরের ফুলবাড়ি এলাকার বাবলু সরকারের পুত্র।
জানা গেছে, বুধবার রাত ১০ টার দিকে মুক্তার আলীর ইজিবাইকে অজ্ঞাতনামা চার ব্যাক্তি যাত্রী হিসাবে ওঠেন। পরে ফুলবাড়ি এলাকায় পৌঁছার পর ইজিবাইক চালক মুক্তারের সাথে তাদের একজনের কথা কাটাকাটি হয়। এ সময় যাত্রীদের একজন মুক্তারের পেটে বার্মিজ চাকু দিয়ে আঘাত করে।
ছুরিকাঘাতে তার পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শজিমেক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। স্থানীয়দের ধারনা, ভাড়া নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে বখাটে যাত্রীদের একজন তাকে ছুরিকাঘাত করে।